জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন আজ রোববার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। চলবে ২৩ জানুয়ারি সোমবার বিকেল চারটা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জানুয়ারি মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত পুনর্নিরীক্ষণের ফি ব্যাংকে জমা দেওয়া যাবে। এ জন্য ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রবেশ করে সার্ভিসেস মেনু সোনালী সেবা থেকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্লে স্লিপ ডাউনলোড করতে হবে। সেটির প্রিন্ট কপি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফলাফল পুনর্নিরীক্ষণ/নম্বর যাচাইয়ে প্রতি পত্রের জন্য ৮০০ টাকা ফি দিতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।