শিক্ষক পদে নিয়োগের জন্য কেউ ব্যক্তিগত ফোনে কল করেন আবার কেউ অফিসে বারবার ঘোরাঘুরি করেন। এসব থামাতে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রত্যাশীদের জন্য নির্দেশনা জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
নির্দেশনায় বলা হয়েছে, ৫ম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় চূড়ান্ত সুপারিশ করার লক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুমোদনের জন্য ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিত যে সব প্রার্থী প্রয়োজনীয় সনদপত্র এনটিআরসিএর কার্যালয়ে জমা দিয়েছেন তাদের মধ্যে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ সুপারিশ করা হবে। এমন অবস্থায়, ৫ম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এনটিআরসিএ অফিসে ঘোরাঘুরি কিংবা ব্যক্তিগতভাবে কর্মকর্তাদেরকে ফোন না করার জন্য অনুরোধ করা হলো।
এদিকে এমপিওভুক্ত শিক্ষক পদে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগস্টে চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানিয়েছিলো এনটিআরসিএ।
উল্লেখ্য, ২৪ জুলাই পর্যন্ত ভি-রোল ফরম জমা দেয়ার সময় নির্ধারিত ছিলো। আর প্রয়োজনীয় কাগজপত্র এনটিআরসিএর কার্যালয়ে জমার দেয়ার সময়সীমা ছিলো ২৫ জুলাই পর্যন্ত। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকায় ফরম জমার এই সময় বাড়ানো হয়। এরপর ফের ভি-রোল ফরম জমা দেয়ার সময় ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।
গত ১০ জুলাই ভি-রোল ফরম পূরণের কার্যক্রম প্রার্থীদের মোবাইল নম্বরে মেসেজ দেয়ার মাধ্যমে শুরু করা হয়।
প্রসঙ্গত গত ১২ জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করে এনটিআরসিএ। এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ হয়েছে ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।