প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনে মূল বক্তা হিসেবে আমন্ত্রণ করায় অনুষ্ঠান বর্জন করেছে ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বিকেলে ঢাবির কলা ভবনের টিচার্স লাউঞ্জে আয়োজিত বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে সাদা দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এ তথ্য জানান।
অধ্যাপক ড, লুৎফর রহমান বলেন, দেশ আজ ক্রান্তিলগ্নে রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারী মনোভাব নিয়ে ক্ষমতায় টিকে রয়েছেন। তার একপাক্ষিক নির্বাচনের কারণে আমেরিকা আজ তাদের উপর ভিসা নীতি প্রয়োগ করেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান তাকে বিশেষ সমাবর্তনের মূল বক্তা হিসেবে আমন্ত্রণ করেছে যা অত্যন্ত নিন্দনীয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল একটি দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা শেখ হাসিনাকে সমাবর্তনে আমন্ত্রণ জানানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সমাবর্তন বর্জনের ঘোষণা দিচ্ছি।
এর আগে এক দোয়া মাহফিলে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, আগামী ২৯ অক্টোবরের বিশেষ সমাবর্তনে এমন একজনকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে যে কি-না অগণতান্ত্রিক সরকার, যার জন্য আমেরিকা আমাদের উপর ভিসা নীতি প্রণয়ন করেছে। তাই সমাবর্তনে তাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল বিশেষ সমাবর্তন বর্জনের ঘোষণা দিলাম।