বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম যুগোপযোগী করতে হবে : ইউজিসি সদস্য - দৈনিকশিক্ষা

বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম যুগোপযোগী করতে হবে : ইউজিসি সদস্য

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি তৈরির জন্য রোবোটিক্স ও ইন্টারনেট অব থিংস (আইওটি), আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডিজিটিাল সিকিউরিটি, বিগ ডাটা, ব্লকচেইন ইত্যাদি আধুনিক প্রযুক্তিগুলো অন্তর্ভুক্ত করে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম যুগোপযোগী করতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে, উদ্ভাবন বাড়াতে হবে। যা বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

বুধবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন আরো বলেন, বর্তমানে প্রযুক্তিনির্ভর পৃথিবীতে বিজ্ঞানমনষ্ক ও মানবিক মানুষ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বহুপ্রাচীন। মানবজাতির উন্নয়নে এর ভূমিকাও ব্যাপক। এরই ধারাবাহিকতায় দেশ ও জাতির উন্নয়নে নিজ নিজ জায়গা থেকে আমাদেরও অংশগ্রহণ করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের জন্যই নতুন নতুন গবেষণা ও  কর্মকৌশল উদ্ভাবন করতে হবে।

তিনি বলেন, ডিজিটালাইজেশন, উদ্ভাবন ও গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে আধুনিক এসব প্রযুক্তি যুক্ত করা গেলে দেশে দক্ষ জনশক্তি তৈরি হবে এবং বিদেশে এসব জনশক্তি রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান সভাপতিত্ব করেন। তিনি বলেন, আশি আশা করি এ কনফারেন্স শিক্ষার্থীদের জানার এবং বোঝার শক্তিকে বাড়িয়ে দেবে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে এ ধরনের সেমিনার-কনফারেন্স আয়োজন অব্যাহত থাকবে।  

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়ে 'ন্যাশনাল কনফারেন্স অন রোবটিক্স অ্যান্ড আইওটি' শীর্ষক কনফারেন্সে সিএসই বিভাগের বিভিন্ন টিম ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির কয়েকটি দল অংশগ্রহণ করে। দলসমূহ তাদের নিজেদের তৈরি রোবটসহ বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। পাশাপাশি বিভিন্ন পোস্টারও প্রদর্শন করা হয়।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0032699108123779