বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম যুগোপযোগী করতে হবে : ইউজিসি সদস্য - দৈনিকশিক্ষা

বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম যুগোপযোগী করতে হবে : ইউজিসি সদস্য

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি তৈরির জন্য রোবোটিক্স ও ইন্টারনেট অব থিংস (আইওটি), আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডিজিটিাল সিকিউরিটি, বিগ ডাটা, ব্লকচেইন ইত্যাদি আধুনিক প্রযুক্তিগুলো অন্তর্ভুক্ত করে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম যুগোপযোগী করতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে, উদ্ভাবন বাড়াতে হবে। যা বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

বুধবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন আরো বলেন, বর্তমানে প্রযুক্তিনির্ভর পৃথিবীতে বিজ্ঞানমনষ্ক ও মানবিক মানুষ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বহুপ্রাচীন। মানবজাতির উন্নয়নে এর ভূমিকাও ব্যাপক। এরই ধারাবাহিকতায় দেশ ও জাতির উন্নয়নে নিজ নিজ জায়গা থেকে আমাদেরও অংশগ্রহণ করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের জন্যই নতুন নতুন গবেষণা ও  কর্মকৌশল উদ্ভাবন করতে হবে।

তিনি বলেন, ডিজিটালাইজেশন, উদ্ভাবন ও গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে আধুনিক এসব প্রযুক্তি যুক্ত করা গেলে দেশে দক্ষ জনশক্তি তৈরি হবে এবং বিদেশে এসব জনশক্তি রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান সভাপতিত্ব করেন। তিনি বলেন, আশি আশা করি এ কনফারেন্স শিক্ষার্থীদের জানার এবং বোঝার শক্তিকে বাড়িয়ে দেবে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে এ ধরনের সেমিনার-কনফারেন্স আয়োজন অব্যাহত থাকবে।  

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়ে 'ন্যাশনাল কনফারেন্স অন রোবটিক্স অ্যান্ড আইওটি' শীর্ষক কনফারেন্সে সিএসই বিভাগের বিভিন্ন টিম ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির কয়েকটি দল অংশগ্রহণ করে। দলসমূহ তাদের নিজেদের তৈরি রোবটসহ বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। পাশাপাশি বিভিন্ন পোস্টারও প্রদর্শন করা হয়।

এইচএসসিতে বরিশাল বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২৯ - dainik shiksha এইচএসসিতে বরিশাল বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২৯ পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা - dainik shiksha পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা শিক্ষায় কী হলো তিন মাসে - dainik shiksha শিক্ষায় কী হলো তিন মাসে মাদরাসায় চলে যায় প্রাথমিকের ২৬ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী - dainik shiksha মাদরাসায় চলে যায় প্রাথমিকের ২৬ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক অবশেষে কপাল খুললো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাদপড়াদের - dainik shiksha অবশেষে কপাল খুললো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাদপড়াদের শিক্ষক নিবন্ধন ভাইভা: ১৫তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ১৫তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা - dainik shiksha গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা দপ্তরসহ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রীকে চালাতেন পিয়ন! - dainik shiksha দপ্তরসহ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রীকে চালাতেন পিয়ন! ৬১০ ছাত্রলীগ নেতা-কর্মীর শিক্ষা অধিদপ্তরে নিয়োগ চূড়ান্ত! - dainik shiksha ৬১০ ছাত্রলীগ নেতা-কর্মীর শিক্ষা অধিদপ্তরে নিয়োগ চূড়ান্ত! দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0076119899749756