যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এতে একজন আহত হয়েছেন। এ ঘটনার পরই পুলিশের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যু হয়েছে।
গত বুধবার নেভাডা ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে। লাস ভেগাসের পুলিশ কর্মকর্তা কেভিন ম্যাকমাহিল বলেন, এ ঘটনায় হতাহতদের মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। অন্যজন গুলিতে গুরুতর আহত হয়েছেন।
বন্দুকধারীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সিএনএন এবং লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি কলেজের অধ্যাপক ছিলেন। জর্জিয়া এবং উত্তর ক্যারোলাইনার স্কুলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকলেও ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল কি না তা জানা যায়নি।
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কসোভোর রাজধানী প্রিস্টিনায় গতকাল ব্যতিক্রমধর্মী প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বেলুন নিয়ে অংশ নেন নারীরা। সম্প্রতি দেশটির দুই সন্তানের মা লিরিদোনা আদেমাজ নৃশংসভাবে খুন হন। ছবি: এএফপি