বিশ্বের সেরা ভবনের খেতাব জিতলো যে স্কুল - দৈনিকশিক্ষা

বিশ্বের সেরা ভবনের খেতাব জিতলো যে স্কুল

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

২২০টির বেশি ভবনের নকশা পেছনে ফেলে অস্ট্রেলিয়ার সিডনির চিপেনডেলের ডার্লিংটন পাবলিক স্কুল ‘ওয়ার্ল্ড বিল্ডিং অব দ্য ইয়ার ২০২৪’-এর স্বীকৃতি পেল। সিঙ্গাপুরের ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিভ্যালে বিজয়ী ঘোষিত এ বিদ্যালয় ইটের গাঁথুনিযুক্ত করাত আকৃতির ছাদের জন্য যে কারো নজর কাড়ে।

ভবনের সামনে বিস্তৃত খোলা জায়গায় বড় আকারের বাস্কেটবল কোর্ট ও বাগান রয়েছে। ধাতব উপকরণ ও কাঁচের সমন্বয়ে বারান্দা এমনভাবে নকশা করে হয়েছে, যাতে শিক্ষার্থীদের গোপনীয়তা বজায় থাকে, পাশাপাশি পর্যাপ্ত আলো আসতে পারে। নতুন নকশায় গত বছরের শেষের দিকে কার্যক্রম শুরু করে স্কুলটি। দক্ষিণ সিডনির এ শিক্ষাপ্রতিষ্ঠানে সত্তর দশক থেকে পাঠদান চলে আসছে। সেকেলে অবয়বকে পরিমার্জনের দায়িত্ব নেয় অস্ট্রেলিয়াভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান এফজেসি স্টুডিও।

তারা পুরনো ভবনের দর্শনকে ঠিক রেখে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নকশা তৈরি করে। নতুন নকশায় প্রাক-বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে পাঁচ শতাধিক শিক্ষার্থী বসতে পারবে। এফজেসি স্টুডিও জানিয়েছে, আদিবাসীদের সঙ্গে ডার্লিংটন পাবলিক স্কুলের ‘দৃঢ় সংযোগ’ রয়েছে। ওই ঐতিহ্যকে সম্মান জানাতে তারা হল, প্রবেশদ্বার ও শ্রেণীকক্ষে আদিবাসী শিল্পকে অন্তর্ভুক্ত করেছে এবং বাইরের অংশে পুরনো স্কুলের আদিবাসী ম্যুরালগুলো পুনঃস্থাপন করা হয়েছে।

পুরস্কার জেতার পর এফজেসি স্টুডিওর কর্মকর্তা আলেসান্দ্রো রসি বলেন, ‘বড় বড় প্রকল্প ছাপিয়ে ছোট একটি স্কুলের পুরস্কার জেতা সত্যিই সম্মানের।’ তিনি এ সাফল্যের জন্য নকশার সঙ্গে কর্তৃপক্ষ ও স্থানীয় সম্প্রদায়ের সম্পৃক্ততাকে কৃতিত্ব দেন। আলেসান্দ্রো রসি বলেন, ‘প্রকৃত বিজয়ী হলো সে শিক্ষার্থীরা, যারা বছরের পর বছর ধরে এ সমৃদ্ধ পরিবেশ উপভোগ করবে।’ খবর ও ছবি সিএনএন

এমপিওভুক্তির নতুন আদেশ জারি - dainik shiksha এমপিওভুক্তির নতুন আদেশ জারি জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর শিক্ষা প্রশাসনে বড় বদলি - dainik shiksha শিক্ষা প্রশাসনে বড় বদলি কুবির বঙ্গবন্ধু হল ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন - dainik shiksha কুবির বঙ্গবন্ধু হল ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি - dainik shiksha ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনে শহীদদের স্মরণসভা - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনে শহীদদের স্মরণসভা সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক - dainik shiksha এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0038459300994873