২০০০–বিধিতে আত্তীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত হওয়া কিন্তু প্রশিক্ষণ না পাওয়া শিক্ষকদের তথ্য আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৩০ নভেম্বরের মধ্যে এসব শিক্ষকদের তথ্য পাঠাতে বলা হয়েছে। বিষয়টি জানিয়ে সব আত্তীকৃত কলেজ অধ্যক্ষদের চিঠি পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) মাউশি অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০০ বিধিতে আত্তীকৃত হয়ে কর্মরত আছেন এবং ইতোমধ্যে নিয়মিতকরণ হয়েছেন কিন্তু বুনিয়াদি প্রশিক্ষণ পাননি, এমন শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ দেয়ার জন্য ডাটাবেজ তৈরি করা হবে। এ জন্য যে সব শিক্ষক-কর্মকর্তা প্রশিক্ষণবিহীন আছেন, তাদের তথ্য নিম্নোক্ত (https://forms.gle/MKQaMC2V46HWj4R M9) লিংকের jcVগুগল ফরম পূরণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।