দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : ২০২০ খ্রিষ্টাব্দের জারি হওয়া আত্তীকরণ বিধিমালা অনুসারে সরকারিকৃত কলেজগুলোর বুনিয়াদি প্রশিক্ষণ না পাওয়া শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুনিয়াদি প্রশিক্ষণ না পাওয়া সরকারিকৃত কলেজ শিক্ষকদের তালিকা করতে তথ্য চাওয়া হয়েছে। অধিদপ্তরের প্রকাশিত গুগল ফরমে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে ২০০২ বিধিতে সরকারিকৃত কলেজগুলোর শিক্ষকদের। বুধবার অধিদপ্তর থেকে এ শিক্ষকদের তথ্য চেয়ে আদেশ জারি করা হয়েছে।
অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক মো. আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ২০০০ বিধিতে জাতীয়করণকৃত সরকারি কলেজে কর্মরত বুনিয়াদি প্রশিক্ষণবিহীন কর্মকর্তাদের সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে যেসব কর্মকর্তা এখনো বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেননি তাদের তথ্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে গুগল ফর্মের মাধ্যমে পাঠাকে বলা হলো।
গুগল ফরমটি পূরণ করার পর এর হার্ডকপি, সঙ্গে নিয়োগ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ, যোগদানপত্র, আত্তীকরণ, নিয়মিতকরণের আদেশের ছায়ালিপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালকের কাছে সরাসরি বা ডাকযোগে দাখিল করতে ২০০০ বিধিতে সরকারিকৃত কলেজের শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের বলা হয়েছে।
তথ্য অন্তর্ভুক্ত করতে ক্লিক করুন :
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।