বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ওয়েব অ্যাক্সেসিবিলিটির ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এবং আইসিটি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের যৌথ আয়োজনে গত রোববার এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বুয়েট আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মো. রুবাইয়াত হোসেন মন্ডল, অধ্যাপক ড. মো. লিয়াকত আলী, সহযোগী অধ্যাপক ড. হোসেন আসিফুল মোস্তফা, সহকারী অধ্যাপক ড. মো. জরেজ মিয়া, প্রভাষক সামিন রহমান খান এবং এটুআইয়ের জাতীয় পরামর্শক - (অ্যাক্সেসিবিলিটি) ভাস্কর ভট্টাচার্য বক্তব্য দেন।
স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন অধ্যাপক ড. মো. রুবাইয়াত হোসেন মন্ডল। তারপর ড. হোসেন আসিফুল মুস্তাফা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক শিখন পরিবেশ ডিজাইনে ডাইভারসএশিয়া প্রকল্পের লক্ষ্য, উদ্যোগ এবং বর্তমান অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
এরপর ভাস্কর ভট্টাচার্য, যিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে যেসব নানা বাধাবিপত্তির সম্মুখীন হয় সেগুলো নিয়ে আলোচনা করে মূল প্রশিক্ষণ সেশনের সূচনা করেন ৷ তিনি ওয়েব অ্যাক্সেসিবিলিটির জন্য ব্যবহৃত টুলস এবং নির্দেশিকাগুলোর ভুমিকা উপস্থাপন করেন। তিনি ওয়েব অ্যাক্সেসিবিলিটির জন্য যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন, ওয়েব ও অ্যাপ অ্যাক্সেসিবিলিটির জন্য নানবিধ মূল্যায়ন কৌশল তুলে ধরেন। তিনি ডিজিটাল অ্যাক্সেসিবিলিটির তাৎপর্যের ওপর বিশেষভাবে জোর দেন।
সবশেষে অধ্যাপক ড. মো. লিয়াকত আলী কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন, বুয়েট এবং এটুআই অদূর ভবিষ্যতে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি সম্পর্কিত আরো কর্মশালা এবং সেমিনার আয়োজন করবে।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধান নিয়োজিত ছিলেন বুয়েটের স্নাতকোত্তর গবেষক ফেলো শাফাক শাহরিয়ার সজল, ডাইভারসএশিয়া প্রকল্পের গবেষণা সহকারী জাহিদ শেখ, আইসিটি বিভাগের এটুআই প্রোগ্রামের কর্মকর্তা এম এম তারিকুল হক, এবং মো. আসিফ সাদিক।