জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরদের সংগঠন 'শিল্পগঙ্গা'র আয়োজনে পুরান ঢাকার ফরাশগঞ্জ ও কেরানিগঞ্জের ডকইয়ার্ডে দুই দিনব্যাপী পেইন্টিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এ কর্মশালার উদ্বোধন করেন খ্যাতিমান শিল্পী ভাস্কর হামিদুজ্জামান খান।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে শুরু হওয়া বাংলাদেশের প্রথম চারুশিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতিকে ধারণ করে ও শিল্প সত্ত্বার বিকাশ সাধনের লক্ষ্যে আয়োজিত এ পেইন্টিং কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ আর্ট কলেজেসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চারুকলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শিল্পী আব্দুস সাত্তার তৌফিক বলেন, আউটডোরে কাজ করা অনেক চ্যালেঞ্জিং। বিভিন্ন প্রতিকূলতা থাকে। তারপরও সবাই সারাদিন খুব সুন্দর চেষ্টা করেছে। নিয়মিত কাজ করলে অনেক ভাল করতে পারবে।
শিল্পগঙ্গার সমন্বয়ক বাবুল হোসাইন সোহাগ বলেন, শিল্পগঙ্গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরদের সংগঠন। শিল্পের প্রতি যাদের ভালো লাগা আছে এবং যারা চারুশিল্প শিক্ষার্থী তাদের জন্য এ কর্মশালা। সকলে নিয়মিত কাজ করুক। চারুশিল্পকে বিকশিত করুক। এটাই আমাদের উদ্দেশ্য।