প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল রাতেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষার স্থগিতকৃত ফলাফল আজ রাতের মধ্যে প্রকাশ করা হবে।
এদিকে বৃত্তি পরীক্ষার ফল বুধবার রাতেই প্রকাশ করতে চাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু ফল প্রকাশ করা সম্ভব হবে কি-না তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। তবে, এদিন সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফল প্রকাশের বিষয়ে আশাবাদী ছিলেন কর্মকর্তারা।
অধিদপ্তরের আইএমডি শাখার এক কর্মকর্তা সন্ধ্যায় দৈনিক শিক্ষাডটকমকে বলেন, রাতের মধ্যে ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
এ বিষয়ে জানতে সিনিয়র সিস্টেম এনালিস্ট অনুজ কুমার রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।