দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দিতে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষা বোর্ডগুলোর কাছে মোট অংশ্রগহণকারী পরীক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ পাওয়া নিয়মিত শিক্ষার্থীরা সংখ্যা ও জিপিএ-৫ না পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা জানতে চাওয়া হয়েছে। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে ইমেইলে এসব তথ্য পাঠাতে বলেছ অধিদপ্তর। ইতোমধ্যে অধিদপ্তর থেকে শিক্ষা বোর্ডগুলোতে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের ২৭ ডিসেম্বরের মধ্যে এইচএসসি উত্তীর্ণদের তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পাঠানো ছক অনুযায়ী হার্ড কপিসহ ইমেইলে ([email protected]) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে ।
অধিদপ্তরের দেয়া ছকে প্রতিটি বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, মোট উত্তীর্ণ নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত নিয়মিত উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ ৫ ছাড়া উত্তীর্ণ নিয়মিত পরীক্ষার্থীদের সংখ্যা চাওয়া হয়েছে।
প্রতিবছর এইচএসসির ফলের ভিত্তিতে ১০ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয় সরকার। এদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়। এ পরীক্ষায় মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেয়া হয়। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেয়া হয়ে থাকে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।