প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাত পৌনে ১১টা এ ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (dpe.gov.bd) ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। এছাড়া জেলা ও উপজেলা শিক্ষা অফিসে বৃত্তির ফল পাঠানো হয়েছে।
সংশোধিত ফল অনুযায়ী ৮৩ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। তাদের মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৩৩ হাজার। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছেন ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থীদের বৃত্তির জন্য নির্বাচিত করে ফল প্রকাশ করা হয়। কিন্তু ফলে কোডিংয়ের ভুল থাকায় পরে তা স্থগিত করা হয়। বুধবার ফের ফল প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।