দেশের দুইটি বড় রাজনৈতিক দলের সমাবেশ পিছিয়ে শুক্রবার নেয়া হয়েছে। এ পরিস্থিতিতে বুধবার রাতে জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবারের শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি নিয়ে দৈনিক শিক্ষাডটকমের সঙ্গে কথা বলেছেন আন্দোলনরত শিক্ষক সংগঠন বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
এ বিষয়ে জানতে চাইলে তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের লাগাতার কর্মসূচি চলবে। তবে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় শুক্রবার দুপুর ২টা পর্যন্ত কর্মসূচি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এদিকে শুনেছি বড় রাজনৈতিক দলগুলো তাদের সমাবেশের নতুন সময় ঘোষণা করেছে। আমরা প্রশাসনের কাছে ৬০ জন শিক্ষকের একটি তালিকা দিয়েছিলাম।
তিনি আরো বলেন, কিন্তু দুই সমাবেশ রিসিডিউলড হওয়ায় বৃহস্পতিবর আর কোনো অরাজকতার শঙ্কা নেই। আমরা যেহেতু প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোকে জানিয়েছিলাম ৬০ জন থাকবো, আমরা ৬০ জনই থাকবো। আর যেহেতু অরাজকতার শঙ্কা নেই তাই কোনো শিক্ষক চলে আসলে তিনিও অবস্থান করতে পারবেন। তবে আমরা নতুন করে কোনো ঘোষণা দিচ্ছি না।
এর আগে বুধবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার শিক্ষক মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিটিএর ব্যানারে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা ১৬ তম দিনের অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।