বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সুইডেনের দুই নাগরিককে গুলি করে হত্যা ও অপর একজনকে আহত করার পর সন্দেহভাজন হামলাকারী পালিয়ে গেছেন।
সোমবার স্থানীয় সময় রাতে বেলজিয়াম ও সুইডেনের মধ্যে একটি ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগে ব্রাসেলসের কেন্দ্রস্থলে হামলার এ ঘটনা ঘটে।
হামলার পর এক ব্যক্তি অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে নিজেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য দাবি করে হামলায় দায় স্বীকার করেন।
এ ঘটনার জেরে বেলজিয়াম সর্বোচ্চ সন্ত্রাস সতর্কাবস্থা জারি করে হামলাকারীর খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
বেলজিয়ামের একজন ফেডারেল আইন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের চলমান লড়াইয়ের সঙ্গে এখনো পালিয়ে থাকা এই হামলাকারীর কোনো যোগসূত্র আছে বলে প্রমাণ নেই।
তিনি জানান, হতাহতদের সুইডিশ নাগরিকত্বই তাদের ওপর হামলার সম্ভাব্য কারণ।
সুইডেনে কোরান পোড়ানো ও ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থকে অবমাননা করে বিভিন্ন কর্মকাণ্ডে কারণে মুসলিমরা ক্ষুব্ধ হয় আর জিহাদপন্থিদের কাছ থেকে বিভিন্ন হুমকি আসে। এরপর অগাস্টে সুইডেন তাদের সন্ত্রাস সতর্কাবস্থা বাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্তরে নিয়ে যায়, বিদেশে সুইডিশ স্বার্থের বিরুদ্ধে হুমকি বৃদ্ধির কথা জানিয়ে সতর্কতাও জারি করে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে সন্দেহভাজন হামলাকারী তার নাম আব্দেসালাম আল গিলানি বলে জানান এবং নিজেকে আল্লার একজন যোদ্ধা বলে দাবি করেন।
ওই ফেডারেল আইন কর্মকর্তা জানান, হামলার শিকার তৃতীয়জন একজন ট্যাক্সি চালক, তিনি আহত হলেও প্রাণসংশয়ের আশঙ্কা নেই।
হুমকি বিরাজমান থাকা পর্যন্ত ব্রাসেলসের বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছেন তিনি। ইউরোপীয় কমিশনের কর্মীদেরও বাড়িতে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
হামলায় হতাহতরা সুইডেনের নাগরিক বলে নিশ্চিত করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকসান্দার ডি ক্রো। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
সুইডেনের আইনমন্ত্রী গুনার স্ত্রোমের রয়টার্সকে জানিয়েছেন, কী ঘটেছে সে বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য তাদের সরকার বেলিজিয়ামের কর্তৃপক্ষগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
বেলজিয়ামে অবস্থানরত সব সুইডিশকে সতর্কাবস্থায় থাকতে ও বেলজীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়ে টেক্সট বার্তা পাঠানো হয়েছে বলে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্তেসন জানিয়েছেন।
বেলজিয়ামের একটি সংবাদপত্র বলেছে, হতাহতরা সম্ভবত ফুটবল খেলার সমর্থক।
সোমবার সন্ধ্যায় ব্রাসেলসে ইউরো ২০২৪ এর কোয়ালিফায়িং ম্যাচে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম ও সুইডেন। নিরাপত্তাজনিত কারণে বিরতির সময় ম্যাচটি স্থগিত করা হয়।