বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক জরিপে অংশ নিতে তথ্য দেয়নি সারাদেশের ১ হাজার ৩১৬টি স্কুল-কলেজ। যদিও শিক্ষা প্রতিষ্ঠানের জরিপে অংশ নেয়া সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। তাই এ প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ব্যানবেইসের সার্ভারে তথ্য দেয়ার ব্যবস্থা করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আঞ্চলিক পরিচালকদের চিঠি ও তথ্য না দেয়া প্রতিষ্ঠানগুলো তালিকা পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দের শিক্ষা প্রতিষ্ঠান জরিপের কার্যক্রম শেষ হয়েছে। তবে ১ হাজার ৩১৬টি স্কুল-কলেজ তথ্য অন্তর্ভুক্ত করেনি। দেশের ৩৬ হাজার ৬২১টি প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৪ হাজার ৬১টি প্রতিষ্ঠান তথ্য দিয়েছে। ব্যানবেইস থেকে বিষয়টি জানিয়ে চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে গত ১ অক্টোবর পাঠানো হয়েছিলো।
ওই চিঠি আমলে নিয়ে জরিপে অংশ না নেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য ব্যানবেইসের সার্ভারে (www.banbeis.gov.bd) লগইন করে তথ্য দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আঞ্চলিক উপপরিচালকদের বলেছে অধিদপ্তর।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য ব্যানবেইসের জরিপে অংশ না নেয়া স্কুল-কলেজগুলো তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।