ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন - দৈনিকশিক্ষা

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

নানা আয়োজনে ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে ফল ২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। 

গত শনিবার মেরুল বাড্ডার পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এই ওরিয়েন্টেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক যাত্রা শুরু হলো। 

অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক বক্তব্যের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।

জাতীয় গৌরব এবং বৈশ্বিক নাগরিকত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মমত্ববোধ থাকতে হবে দেশের প্রতি এবং সেইসঙ্গে বিশ্বের বুকে যাতে দেশের মান বৃদ্ধি পায় সেভাবে কাজ করে যেতে হবে তাদের।

নিজস্বতার গুরুত্ব তুলে ধরে প্রফেসর ফারহাত আনোয়ার বলেন, তোমরা নিজের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করো এবং তার মাধ্যমে বিশ্বের বুকে নিজেদের একটি ইতিবাচক প্রভাব তৈরি করো।" ব্র্যাক ইউনিভার্সিটির লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, "ব্র্যাক ইউনিভার্সিটিকে আমরা গ্লোবাল সাউথের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই।’ আগামীর নেতৃত্ব হিসেবে তিনি এই যাত্রায় শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানান।  

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক, স্কুল অফ ডাটা অ্যান্ড সায়েন্সেসের ডিন প্রফেসর মাহবুবুল আলম মজুমদার এবং প্রক্টর ড. রুবানা আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট লাইফ এর জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান। 

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ কয়েকজন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।  সম্মাননা স্মারক পাওয়া শিক্ষার্থীরা হলেন- হুয়াই সিডস অফ দ্য ফিউচার ২০২৪ এর আঞ্চলিক চ্যাম্পিয়ন মোহাম্মদ ফাইজুল আবেদীন খান, ডালহৌসি ইউনিভার্সিটি এবং আর্চ হাইভ আয়োজিত ইন্টারন্যাশনাল ডিজাইন কম্পিটিশন ২০২৪ এ অসাধারণ সাফল্য বয়ে আনা আবদুল্লাহ আল আরেফিন এবং শাফি হাসনাইন, ওয়ার্ল্ড ইনভেনশন, কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন ২০২৪ এ স্বর্ণপদক বয়ে আনা দেশের প্রথম নারী রোরোটিকস দলের নেতৃত্ব দেয়া জান্নাতুন ফেরদৌস ফাবিন, এবং ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামে দ্বিতীয় স্থান অর্জনকারী স্বয়ংক্রিয় উদ্ধার রোভার দলের নেতৃত্ব দেয়া মেহেদী হাসান।

প্রথম দিনের ভাইভায় যেসব প্রশ্নের মুখোমুখি হলেন প্রার্থীরা - dainik shiksha প্রথম দিনের ভাইভায় যেসব প্রশ্নের মুখোমুখি হলেন প্রার্থীরা পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়া যেভাবে আড়ালে - dainik shiksha পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়া যেভাবে আড়ালে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলে বেপরোয়া ছিলেন সাদিক আব্দুল্লাহ - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলে বেপরোয়া ছিলেন সাদিক আব্দুল্লাহ জাতি গঠনের সুযোগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার - dainik shiksha জাতি গঠনের সুযোগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ - dainik shiksha প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ please click here to view dainikshiksha website Execution time: 0.0065717697143555