বরিশালে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে চাঁদাবাজির ঘটনায় নারীসহ তিনজনকে আটক করেছে র্যাব-৮। শনিবার সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট মো. শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত ২৩ ডিসেম্বর রাজধানী ঢাকা ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আটকরা হলেন, পটুয়াখালীর বাউফল উপজেলার বিপাশা এলাকার সাকিব হোসেন শুভ (২২), নাহিদ হোসেন (২০) ও নাজমা আক্তার মিলা (২৩)।
র্যাব-৮ অধিনায়ক মো. শহিদুল ইসলাম জানান, বাউফল থানার মাছপাড়া এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলামের (৬৩) কাছে অভিযুক্তরা বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলেন। রফিকুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৬ অক্টোবর তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে রফিকুল ইসলামের অশ্লীল ছবি এবং ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। পাশাপাশি একশ’ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়ে ১০ অক্টোবরের মধ্যে ১০ লাখ টাকা দাবি করে। চাঁদার টাকা যথাসময়ে না দিলে অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। সেইসঙ্গে রফিকুলের ছেলেকে হত্যা করার হুমকিও দেয়া হয়। পরে রফিকুল ইসলাম অভিযুক্ত শুভকে পাঁচ লাখ টাকা এবং অভিযুক্ত নাহিদকে তিন লাখ টাকা দেয়। এরপর রফিকুল ইসলাম নিজ বসতবাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান নেন। এ ঘটনায় রফিকুল ইসলাম অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি আরও জানান, প্রথমে অভিযুক্ত নাহিদ হোসেন ও নাজমা আক্তার মিলাকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী এক নম্বর অভিযুক্ত সাকিব হোসেন শুভকে ঢাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।