আবারও ‘ভাই’ বনাম ‘স্যার’ সমস্যা। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল রোববার সকাল ৮টার দিকে কুলিয়ারচর উপজেলা সদরের শহিদ সেলিম স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের সময় এক অপ্রীতিকর ঘটনা ঘটে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মাইকে সংগঠনের নাম ঘোষণার দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুশফিকুর রহমান।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, পরে ইউএনও ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়।
কুলিয়ারচরের ইউএনও সাদিয়া ইসলাম লুনা রোববার রাত ৯টার দিকে জানান, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানের ঘোষক ও শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’র সৃষ্টি হয়েছিল। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির অবসান হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।