গাজীপুরে ভাওয়াল মির্জাপুর কলেজের অনার্স ভবন চত্বরে বৃক্ষরোপন করা হয়েছে। সোমবার সকালে কলেজ অধ্যক্ষ মো. এনামুল হকের নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়েছে।
কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলী নেওয়াজ ভুইয়া ও মো. মোজাম্মেল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আজমেরী বেগম ও জাহিদুল ইসলাম, সমাজ কর্ম বিভাগের প্রভাষক মো. ফারুক হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক সুমন শেখ, শরীর চর্চা শিক্ষক মো. আলমগীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মো. এনামুল হক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কলেজ চত্বরে ছায়া-শীতল পরিবেশ রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি এবং কলেজের শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের ফলের চাহিদার যোগান দিতেই এ বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ইতোপূর্বে কলেজ চত্বরে কাঠাল, আম, কৃষ্ণচূড়া, মুসেন্ডা, বাগান বিলাস, জাম, লিচু, নিম, মেহগনি, সেগুন, বকুল ফুল, জবা ফুল ইত্যাদি গাছ রোপন করা হয়েছে। ইতোমধ্যে এসব গাছে ফল ও ফুল দিতে শুরু করেছে। অনার্স চত্বরের থাকা গাছের গোড়ায় পাঁকা করে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসের অবসরে গাছের ছায়ায় বসে সময় কাটান।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।