ফরিদপুরে ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন, ফরিদপুরের সভাপতি লাবিব ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের ৩ বছর মেয়াদী 'ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি' সম্পন্ন করে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল/জেলা হাসপাতাল/সদর হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত আছি। কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের ইন্টার্ন স্যালারির জন্য কোনো বরাদ্দ পাইনি।
তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ মিলিয়ে প্রতি মাসে আমাদের ৮-১০ হাজার টাকা খরচ হয়। এমন অবস্থায় আমাদের পরিবারের দিনাতিপাত করা কষ্টসাধ্য হয়ে পড়ছে।
এ অবস্থায় ইন্টার্ন স্যালারি সুরাহা না হওয়া পর্যন্ত ফরিদপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, ফরিদপুরের সকল ইন্টার্ন নার্স ও মিডওয়াইফবৃন্দ অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন।