প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের একটি স্কুলে দেওয়া খাবার খেয়ে বিষক্রিয়ায় ৫৮টি শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে এক ছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি শিশুদের অবস্থা স্থিতিশীল।
দেশটির মধ্যপ্রদেশের রেওয়া জেলার সিরমৌর এলাকার একটি সরকারি স্কুলে গত শুক্রবার এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
রেওয়া জেলার মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. কে এল নামদেও জানিয়েছেন, স্কুলটিতে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের পর শিশুদের পুরি-সবজি ও লাড্ডু খেতে দেওয়া হয়। এরপরই শিশুদের অনেকেই অস্বস্তি বোধ ও বমি করতে শুরু করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। শিশুদের মধ্যে এক ছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেওয়ার সরকারি সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।