রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সদস্য ড. মো. তাজুল ইসলামকে অভিভাবক সদস্যের পদ থেকে অব্যাহতি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি জানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিংবডির সভাপতিকে চিঠি দিয়েছে।
সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরীর রমনা থানার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির অভিভাবক সদস্য ড. মোহাম্মদ তাজুল ইসলামের পদ ও প্রার্থিতা বাতিল সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এসআরও নম্বর-৯৯-আইন, ২০০৯ এর যথাক্রমে প্রবিধি-৩৮(১) ও প্রবিধি-৩৮(২) ধারা এবং প্রবিধানমালা এস আর ও নম্বর ৭৩-আইন-২০২৪ এর যথাক্রমে প্রবিধি-৭৩(৪) ও প্রবিধি-৭৩(৫) ধারা অনুযায়ী অভিভাবক সদস্য হিসেবে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তার কারণ দর্শানো চিঠির জবাব সন্তোষজনক না হওয়ায় গভর্নিংবডির অভিভাবক সদস্য ড. মোহাম্মদ তাজুল ইসলামের সদস্য পদ বাতিল করা হলো।