ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি সফল না হওয়ার কারণ জানালেন দীপু মনি - দৈনিকশিক্ষা

ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি সফল না হওয়ার কারণ জানালেন দীপু মনি

দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক |

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পুনর্বাসনের পরও একটি বড় সংখ্যাই অভ্যাস বশত ভিক্ষাবৃত্তিতে থেকে যেতে চান, সে কারণেই সরকারের ভিক্ষাবৃত্তি নিবৃতকরণ ও পুনর্বাসন কর্মসূচি পুরোপুরি সফল হয় না। বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাদের এই অভ্যাসটি কিভাবে পরিবর্তন করা যায়, সে চিন্তা করতে হবে।’

বুধবার (২০ মার্চ) সকালে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এছাড়াও সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ২৯টি পণ্যের দাম বেঁধে দেয়া এবং ব্যবসায়ীদের তা না মানার ঘটনায় তিনি বলেন, অন্ততপক্ষে রমজানের সময় ব্যবসায়ীদের মুনাফা যৌক্তিক পর্যায়ে থাকা দরকার, এটি সবার প্রত্যাশা।

নতুন মন্ত্রীসভায় সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পাবার পর এই প্রথম রাজশাহীতে ডা. দীপু মনি। পরপর তিন বার তিন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ ও পালন করায় কোনটিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এমন প্রশ্নে তিনি জানান, দেশের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা যেখানে যখন কাজ করতে দায়িত্বভার দিয়েছেন সেখানেই স্বাচ্ছন্দ্যে কাজ করেছি। নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর সামাজিক সুরক্ষা বলয় আরও কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে কাজ করছি। দেশের নারী শিশু সুরক্ষা, পথ-শিশুদের মৌলিক অধিকার, প্রবীণদের যত্ন নেয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। 

এছাড়াও দেশের আর্থ সামাজিক উন্নয়ন ঘটার পাশাপাশি নাগরিকদের গড় আয়ু বেড়েছে বলে দেশে প্রবীণের সংখ্যাও বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। জানান সকলের জন্য তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে তার সরকার।

দুই দিনের সফরে বুধবার সকালে বিমান যোগে ঢাকা থেকে রাজশাহী পৌঁছান সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। এ সময় সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, বাগমারা আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা।

সার্কিট হাউজ থেকে সকাল সাড়ে ১০টায় তিনি যান বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায়। সেখানে দিনব্যাপী সুধী সমাবেশ, ঈদ উপহার বিতরণ শেষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করবেন তিনি। রাজশাহী সার্কিট হাউজে রাত্রি যাপন শেষে পরদিন বৃহস্পতিবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0030651092529297