দৈনিকশিক্ষাডটকম ডেস্ক : বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত ভুটানে আজ মঙ্গলবার চতুর্থ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটিতে আজ থেকে ১৫ বছর আগে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার পর এটি চতুর্থ নির্বাচন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে অর্থনৈতিক সমস্যায় বিপর্যস্ত ভুটানে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটারদের প্রত্যাশা, আজকের নির্বাচনের মধ্য দিয়ে তারা এমন নেতাদের বেছে নিতে পারবেন, যারা অর্থনৈতিক দুর্দশা থেকে দেশকে উদ্ধার করতে পারবেন।
করোনা মহামারির পর থেকেই অর্থনৈতিক সংকটে পড়েছে ভুটান। দেশটিতে কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাড়ছে বেকারত্বের হার এবং অনেকেই দেশ ছেড়ে বিদেশের পথে পাড়ি জমাচ্ছেন।
ভুটানে নির্বাচন হয় দুই ধাপে। প্রথম ধাপে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুটি দল দ্বিতীয় ধাপের নির্বাচেন অংশ নিতে পারে। আর নির্বাচনে যদি দুই দলের বেশি দল অংশ না নেয়, সে ক্ষেত্রে এক ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৮ সালে একবার এ ধরনের ঘটনা ঘটেছিল।
আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ধাপের নির্বাচন। এ নির্বাচনে দুই কক্ষ মিলিয়ে মোট ৪৭ জন আইনপ্রণেতাকে নির্বাচন করবেন ভোটারেরা। নির্বাচিতরা সরকার গঠন করবেন।
গত বছরের ২৯ নভেম্বর ভুটানে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে অংশ নিয়েছিল পাঁচটি রাজনৈতিক দল। সেই নির্বাচনে বিজয়ী হয় পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) ও ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি)। এ দুটি দলই আজ চূড়ান্ত পর্বের ভোটে অংশ নিচ্ছে। আজ ভুটানের পাঁচ লাখ ভোটার এই দুই দলের ৯৪ প্রার্থীর মধ্য থেকে ৪৭ প্রার্থীকে পার্লামেন্ট সদস্য হিসেবে বেছে নেবেন।