ঢাকার ডুমনি ভূমি অফিস থেকে তিন দালালকে হাতেনাতে আটক করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার গুলশান রাজস্ব সার্কেলের অন্তর্গত এ ভূমি অফিস সরেজমিনে পরিদর্শন করে তিন দালালকে আটক করেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক। পরে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় এ পরিদর্শন চালানো হয়।
দণ্ডিদ তিন দালাল হলেন, মো. তাইপ (২৫), মো. মাসুদ (২৭) ও মো. রফিককে (২৪)।
জানা গেছে, সরকারি কাজ বাধা দেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, এসব দালালদের কারণে একদিকে যেমন সেবাগ্রহীতারা হয়রানির শিকার হচ্ছেন। একইসঙ্গে সরকারি সেবা দিতে বাধা সৃষ্টি হচ্ছে। নাগরিক সেবা নিশ্চিতে এমন অভিযান চলবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।