ভূমিহীনমুক্ত ঝালকাঠিতে আশ্রয়ণে স্বর্ভিরতা - দৈনিকশিক্ষা

ভূমিহীনমুক্ত ঝালকাঠিতে আশ্রয়ণে স্বর্ভিরতা

পলাশ রায়, ঝালকাঠি প্রতিনিধি |

ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে ঝালকাঠি জেলাকে। আশ্রয়ণ প্রকল্পের স্বপ্নের ঘরে এখন শত শত পরিবারের ঠাঁই হয়েছে। কৃষি আর ছোট ছোট কাজকর্ম করে স্বনির্ভর হচ্ছে এক একটি সংসার। প্রশাসন জানিয়েছে, ভূমিহীনমুক্ত ঘোষণা হলেও ভবিষতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য চলবে এ কর্মসূচি। 

গত ৯ আগস্ট চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়ার মধ্য দিয়ে ঝালকাঠি জেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়। জেলা সদরে ১৩৫ এবং কাঠালিয়া উপজেলায় নতুন করে ৫০টি পরিবারকে দেয়া হয় নতুন ঘর। প্রধানমন্ত্রীর এ উপহার দেয়ার অনুষ্ঠানে ঘরসহ দুই শতক জমির দলিল পেয়ে আনন্দে কেঁদে ফেলেন অনেকেই। আর যারা এর আগে এ উপহার পেয়েছেন, সেসব পরিবার নিজের ঘরে মাথাগোঁজার পর একটু একটু করে স্বনির্ভর হচ্ছে। গরু-ছাগল, হাঁস-মুরগী পালন আবার কেউবা কৃষি কাজ করে আয় করছেন। বিধাব, স্বামী পরিত্যাক্তা, তৃতীয় লিঙ্গের নাগরিক ও পঙ্গু নারী-পুরুষও পেয়েছেন স্বপ্নের এ ঘর। তাইতো অন্যের অনুগ্রহ কিংবা অবেহেলার অবসান ঘটনায় প্রধানমন্ত্রীকে অকুন্ঠ ধন্যবাদ জানান আশ্রয়ণের বাসিন্দারা।

কাঠালিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া তৃতীয় লিঙ্গের মায়া দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এতোদিন অন্যের বাড়িতে ভাড়া থাকতাম। মাস শেষে ঘর ভাড়ার জন্য মাথায় চাপ থাকতো। কোনো কোনো মাসে ভাড়া দিতে না পারলে গালমন্দ শুনতে হতো। এখন আর কোনো চিন্তা নেই। নিজের ঘরে থাকবো।

ঝালকাঠি সদর উপজেলার চরকুতুবনগর আশ্রয়ণ প্রকল্পে ৭৫টি পরিবার তৃতীয় পর্যায়ে ঘর পেয়েছে। ওই প্রকল্পে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশ্রয়ণের বাসিন্দারা কেউ কৃষি কাজে, কেউ গরু-ছাগল, হাঁস-মুরগী পালনে আবার কেউ ছোট দোকান করে স্বনির্ভর হয়েছেন। ফলে পরিবারগুলোর আপন ঠিকানা হওয়ার পাশাপাশি দূর হয়েছে সংসারের অভাব। 

রেখা বেগম নামের এক নারী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি ১০টি মুরগী পালন করছি। আর বাড়ির পেছনে আছে শাক-সবজির চাষ। ডিম বিক্রি করতে পারছি। আর নিজেদের তরকারি কিনতে হয় না।

গত ৯ আগস্ট সদর উপজেলার অনিতা রানী শীল নামের বিধবা নারী ঘরের দলিল পেয়ে আনন্দে কেঁদে ফেলেছিলেন। তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, স্বামীকে হারিয়ে দুই মেয়েকে নিয়ে মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। প্রতিমাসে ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালার কটু কথা শুনতে হতো। এত আর কেউ আমাদের কটু কথা বলতে পারবেনা। আমার নিজের একটি ঠিকানা হয়েছে। এরচেয়ে আনন্দের আর কিছুই নেই।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার দৈনিক শিক্ষাডটকমকে জানান, ভূমিহীনমুক্ত ঘোষণা করা হলেও এ প্রাক্রিয়া চলবে। প্রকৃতিক দুর্যোগসহ কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে জমিসহ ঘরের এ সহযোগিতা অব্যহত থাকবে।

প্রসঙ্গত, প্রথম থেকে চতুর্থ ধাপে ঝালকাঠি জেলায় মোট ২ হাজার ১০১টি পরিবারকে দুইশতক জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের এ ঘর দেয়া হয়েছে।

ডিআইএর নতুন পরিচালক অধ্যাপক আবু কাইয়ুম - dainik shiksha ডিআইএর নতুন পরিচালক অধ্যাপক আবু কাইয়ুম জাতীয়করণসহ তিন দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের অবস্থান - dainik shiksha জাতীয়করণসহ তিন দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের অবস্থান এমপিওর দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের পদযাত্রা - dainik shiksha এমপিওর দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের পদযাত্রা কারিগরিতে ৪০ শতাংশ নম্বরে উপবৃত্তি - dainik shiksha কারিগরিতে ৪০ শতাংশ নম্বরে উপবৃত্তি কাউকে হেনস্তা না করার আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - dainik shiksha কাউকে হেনস্তা না করার আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আটকের পর বিজিবিকে যে প্রলোভন দেখান বিচারপতি মানিক - dainik shiksha আটকের পর বিজিবিকে যে প্রলোভন দেখান বিচারপতি মানিক নয় বছরের শিক্ষিকাকে পরিচ্ছন্নতাকর্মী হতে বললেন প্রধান শিক্ষক - dainik shiksha নয় বছরের শিক্ষিকাকে পরিচ্ছন্নতাকর্মী হতে বললেন প্রধান শিক্ষক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.021798849105835