দৈনিক শিক্ষাডটকম,ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাল ভোট দিতে এসে সপ্তম শ্রেণির এক ছাত্র আটক হয়েছে। মরিচারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে হৃদয় মিয়া (১৪) নামে ওই কিশোরকে আটক করা হয়। সে কেন্দ্রটিতে জাল ভোট দিতে প্রবেশ করার সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এএসআই শাহ আলম তাকে আটক করে প্রিসাইডিং অফিসারের কক্ষে নিয়ে যান।
এএসআই শাহ আলম বলেন, কিশোর হৃদয় মিয়া নিজের হাতে স্বপন মিয়া নামে এক ভোটারের স্লিপ নিয়ে আসেন ভোট দিতে। কিন্তু তাকে দেখে বয়স কম মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করে প্রিসাইডিং অফিসারের কক্ষে নিয়ে যাওয়া হয়।
আটক হৃদয় মিয়া মরিচারচর গ্রামের খাদেম মিয়ার ছেলে। সে মরিচারচর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। হৃদয় জানায়, তার এক ভাই স্লিপ দিয়ে কেন্দ্রে ভোট দিতে পাঠিয়েছিল। কেন্দ্রে প্রবেশের সময় কেউ তাকে আটকায়নি।
এদিকে মরিচারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে কিছু সময় অবস্থান করে দেখা গেছে, কেন্দ্রের গোপন কক্ষে একসঙ্গে দুজন অবস্থান করছেন। কেন্দ্রের ভেতরে লোকজনের অবাধ যাতায়াত। কেন্দ্রটিতে জাল ভোট দেওয়ারও অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন।
এ বিষয়ে প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা জাল ভোট ঠেকানোর চেষ্টা করেছি। ভোট সুষ্ঠু হচ্ছে।