দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অনার্স চতুর্থ বর্ষের উদ্যোগে ‘ওরিয়েন্টেশন ও ক্যারিয়ার প্ল্যানিং’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য আ ফ ম রেজাউল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ব্যবসায় ও বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. সফিউদ্দিন বিশ্বাস।
অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রফেশনাল অনুষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলামও এইচএসসি, বিএমটি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অনুষদের চেয়ারম্যান মোত্তাশিদা খানম।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কলেজের একাডেমিক প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস এবং ম্যানেজিং ডিরেক্টর, আই জি সি আহসান হাবিব তালহা।
অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্বন্ধে বাস্তবিক বক্তব্য দেন এবং ক্যারিয়ার প্ল্যানের একটি দিকনির্দেশনামূলক ধারণা দেন। তিনি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি সমৃদ্ধ উন্নত জাতি গঠনে সুচিন্তিত পরামর্শও দেন। এ ছাড়া বহির্বিশ্বে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে বক্তব্য তুলে ধরেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।