মধ্যরাতে কক্ষ থেকে শিক্ষার্থীকে নামিয়ে দিলো ছাত্রলীগ - দৈনিকশিক্ষা

মধ্যরাতে কক্ষ থেকে শিক্ষার্থীকে নামিয়ে দিলো ছাত্রলীগ

দৈনিক শিক্ষাডটকম, রাবি |

দৈনিক শিক্ষাডটকম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক ছাত্রকে গভীর রাতে হলের সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে ছাত্রলীগের একদল নেতাকর্মী হলের ৪০২নং কক্ষে বসবাসকারী কুদ্দুস আলী নামের মার্কেটিং বিভাগের এক ছাত্রকে কক্ষ থেকে বের করে দেন।

ছাত্রলীগ নেতাকর্মীরা প্রথমে ঘুমন্ত কুদ্দুসকে জাগিয়ে তোলেন। পরে কিছু বুঝে ওঠার আগেই তার বিছানাপত্র কক্ষের বাইরে ফেলে দেন। একই সময়ে কুদ্দুসকে সিট থেকে নামিয়ে আরেক ছাত্রকে ওই সিটে তুলে দিয়ে চলে যান তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অতীতে ছাত্রদের হলের সিট থেকে নামিয়ে ও তাদের বিছানাপত্র ছুড়ে ফেলার একাধিক ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরাসহ হলের অন্য শিক্ষার্থীরা বলেন, মার্কেটিং ২০২০-২১ সেশনের শিক্ষার্থী কুদ্দুস মাসখানেক ধরে এক বড় ভাইয়ের নামে বরাদ্দ সিটে অতিথি হয়ে ছিলেন। সম্প্রতি আবাসিকতার জন্য হল প্রশাসনের কাছে আবেদনও করেন তিনি। হল প্রাধ্যক্ষ কুদ্দুসকে ওই সিটে থাকার অনুমতি দিয়েছিলেন। ৪০২ নম্বর সিটটি কুদ্দুসের নামে বরাদ্দ করার আশ্বাস দেন প্রাধ্যক্ষ।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, শনিবার গভীর রাতে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের নেতা ফজলে রাব্বী তার জনাদশেক সহযোগী নিয়ে ৪০২ নম্বর কক্ষের সামনে যান। ওই সময় কক্ষের সবাই ঘুমাচ্ছিলেন। তাদের ঘুম থেকে ডেকে তুলে কুদ্দুসকে সিট থেকে নেমে যেতে বলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এক পর্যায়ে তার বিছানা ও বইপত্রসহ জিনিসপত্র কক্ষের বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয়। শিক্ষার্থীদের আরও অভিযোগ, ছাত্রলীগ ক্যাডার ফজলে রাব্বী রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গালিবের অনুসারী।

এদিকে রোববার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারে পোস্ট দিয়ে প্রতিকার চান কর্তৃপক্ষের কাছে। তাতে কীভাবে গভীর রাতে তাকে হলের সিট থেকে নামিয়ে দেওয়া হয়েছে তার বিবরণ তুলে ধরেন। এরপর বিষয়টি গোটা ক্যাম্পাসে জানাজানি হঠাৎ।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. কুদ্দুস বলেন, তিনি ফেসবুকের শিক্ষক-শিক্ষার্থী গ্রুপে পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পর তুলে নিয়েছেন। শিক্ষকরা এই ঘটনা নিয়ে তাকে কথা বলতে নিষেধ করেছেন। তাকে বঙ্গবন্ধু হলের ওই কক্ষেই থাকতে বলা হয়েছে। শিক্ষকরা তাকে আশ্বস্ত করেছেন এর দ্রুত সমাধান হয়ে যাবে। শিক্ষকদের কথায় তিনি আশ্বস্ত হয়েছেন ও এজন্য কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ শাইখুল ইসলাম মামুন জিয়াদ বলেন, তিনি এই অভিযোগ সম্পর্কে জেনেছেন। পুরো ঘটনা জেনে তারপর কথা বলবেন।

ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে। ঘটনা সম্পর্কে রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, তিনি বিষয়টি জানেন না। তবে খোঁজ নেবেন। চেষ্টা করবেন সমাধানের।

এর আগেও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন হলে বসবাসকারী শিক্ষার্থীদের জোর করে সিট থেকে নামিয়ে দিয়ে অন্য কাউকে তুলে দিয়েছেন। রাবির হলে হলে ছাত্রলীগ নেতাকর্মীদের এই ধরনের ঘটনা কয়েক বছর ধরেই চলছে।

শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি - dainik shiksha শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা - dainik shiksha সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার - dainik shiksha স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা - dainik shiksha সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম - dainik shiksha ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত - dainik shiksha ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক - dainik shiksha ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক please click here to view dainikshiksha website Execution time: 0.0029428005218506