সরকারি চাকরিতে কোটা সংস্কার বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার (১৪ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে কোটা বিষয়ে আপনার ভাবনা কী -- জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, কোটা নিয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না; এ নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ‘বাংলা ব্লকেড’ নামে তারা সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালন করে আসছিলেন। এরপর হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের রায়ের পর বৃহস্পতিবার (১১ জুলাই) থেকে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সরকার। তারই অংশ হিসেবে ওইদিন বিকেলে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে এলে ঢাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। এছাড়া, কুমিল্লা ও চট্টগ্রামে পুলিশ তাদের ওপর হামলা করে বলে অভিযোগ করা হয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এরপর, শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে গণভবন অভিমুখে গণপদযাত্রার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এছাড়া অন্যান্য জেলা থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ারও ঘোষণা দেন তারা।