দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচনের পর মন্ত্রিসভার আকার বাড়তে পারে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সংরক্ষিত মহিলা আসনগুলো আসার পরে, মন্ত্রী আসতে পারে। যেমন শ্রম মন্ত্রণালয় ও সংস্কৃত মন্ত্রণালয় এগুলোতে কোনো না কোনো সময় মন্ত্রী আসবে। সেই হিসেবে এর পরে চিন্তা-ভাবনা। প্রধানমন্ত্রীর এখতিয়ারে তিনি এটা করবেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতিকে আরো এগিয়ে নিতে পাশে থাকবে রাশিয়া। যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ আরো বাড়ানো হবে। রাশিয়া থেকে সানফ্লাওয়ার ওয়েল, জ্বালানি ব্যবহৃত তেল ও এলএনজি রপ্তানির বিষয়েও কথাবার্তা চলছে।