মরে যাচ্ছে মাথাভাঙ্গা - দৈনিকশিক্ষা

মরে যাচ্ছে মাথাভাঙ্গা

আমাদের বার্তা, দৌলতপুর (কুষ্টিয়া) |

কুষ্টিয়ার দৌলতপুরে মাথাভাঙ্গা নদীতে পানি না থাকায় ১০ সহস্রাধিক কৃষক বাড়তি সেচ খরচ মেটাতে ক্ষতির মুখে পড়েছেন। এতে ব্যাহত হচ্ছে বিএডিসির সেচ প্রকল্পের আওতায় ১০ হাজার হেক্টর জমির বোরো আবাদ। এ অবস্থায় চলতি মৌসুমে সহস্রাধিক টন ধান উৎপাদন কম হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা মাথাভাঙ্গা নদী খননের দাবি জানিয়েছেন।

মাথাভাঙ্গা নদীর উৎপত্তি কুষ্টিয়া জেলার মহিষকুণ্ডি গ্রামের পদ্মা নদী থেকে। এটি একটি গুরুত্বপূর্ণ নদী। বৃষ্টির মিষ্টি পানি সুন্দরবনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিকারপুর, করিমপুরের কাছে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তরেখা। কিন্তু নদীটি এখন মৃতপ্রায়।

পানির অভাবে বিএডিসির সেচ প্রকল্পর ১০টি পাওয়ার পাম্পের অধিকাংশই বন্ধের পথে। নাব্যতা সংকটে কৃষকেরা জমিতে সেচ দিতে পারছেন না।

কৃষকরা জানান, গভীর কিংবা অগভীর নলকূপ থেকে ভূগর্ভস্থ পানি সেচকাজে ব্যবহার করলে একরপ্রতি তাদের জ্বালানি খরচসহ লাগে ৮-১০ হাজার টাকা। বিপরীতে প্রকল্পের পানিতে একরে সেচ খরচ দুই হাজার টাকার মতো। কৃষি বিভাগের হিসাবে প্রকল্পের অধীনে দৌলতপুর উপজেলার প্রাগপুর, আদাবাড়ীয় ইউনিয়নের প্রায় ১০ হাজার কৃষক এর সুবিধাভোগী। তারা নামমাত্র খরচে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা পেয়ে আসছিলেন। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ যেমন কমতো, তেমনি গড়ে ৭০ শতাংশ জ্বালানি সাশ্রয় হতো। কৃষকরা প্রতি বোরো মৌসুমে প্রায় ৩০ হাজার টন ধান উৎপাদন করে আসছিলেন, যা এখন প্রায় অর্ধেকে নেমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্প ম্যানেজার ফারুখ হোসেন দৈনিক আমাদের বার্তাকে জানান, রাতভর ঝর্নার পানি জমা করে পরদিন ২-৩ বিঘা জমিতে সেচ দেয়া সম্ভব হচ্ছে। মাথাভাঙ্গা নদীতে পানি না থাকায় কৃষকরা জমিতে সেচ থেকে বঞ্চিত হচ্ছেন। তাতে ধানের জমি ফেটে চৌচির হয়ে মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

কুষ্টিয়া বিএডিসির প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আলী আশরাফ দৈনিক আমাদের বার্তাকে বলেন, কৃষকরা জানিয়েছেন তারা জমিতে সেচ পাচ্ছেন না। মাথাভাঙ্গা নদীতে পানি নেই। স্থান বিশেষ শুকিয়ে গেছে। নদীটা আমরা পরিদর্শন করে দ্রুত খননের ব্যবস্থা করবো।

 

সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ - dainik shiksha সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা - dainik shiksha দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ - dainik shiksha সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত - dainik shiksha ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা - dainik shiksha আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে - dainik shiksha ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0065059661865234