কুড়িগ্রামের উলিপুরে মাদকসহ সরকারি স্কুলের একজন শিক্ষক আটক হয়েছেন। তাকে ২ হাজার টাকা জরিমানা করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মাদকসহ আটক হওয়া ওই শিক্ষকের নাম আল মামুনুর রশিদ (৩৮)। তিনি উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রাজবল্লভ জুম্মাহাট গ্রামের আজিজুল হকের ছেলে ও বজরা ইউনিয়নের ১নং খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গতকাল শনিবার সন্ধ্যায় উলিপুর পৌর শহরের পূর্ব বাজারে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অফিসে অভিযান চালিয়ে তিনিসহ মোট তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক হওয়া অপর দুইজন হলেন, পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের মৃত জহুরুল হকের ছেলে আব্দুল খালেক (৩২) ও পূর্ব বাজার এলাকার আক্কাস আলীর ছেলে হাফিজার রহমান (৩০)।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে উলিপুর পৌর শহরের পূর্ব বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুপান্থ’ অফিসে অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা, গাঁজার পুরিয়া এবং সেবনের সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী মাহমুদুর রহমান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিক্ষক মামুনুর রশিদকে ২ হাজার টাকা জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, আব্দুল খালেককে ১ হাজার টাকা জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং হাফিজার রহমানকে ২ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।