হাইস্কুল, কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই রমজান মাসের প্রথম অংশে ক্লাস চলবে মাদরাসাগুলোতেও। সম্প্রতি প্রকাশিত মাদরাসার সংশোধিত ছুটির তালিকায় পুরো রমজান জুড়ে মাদরাসাগুলো খোলা থাকবে বলে ঘোষণা এসেছে। তবে, নতুন শিক্ষাক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে স্কুলের সঙ্গে মাদরাসাগুলোর ছুটিরও সামঞ্জস্য রাখতে রমজানের প্রথমাংশে কিছু দিন মাদরাসা খোলা রাখার প্রস্তাব করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, ২৫ মার্চ বা ১৪ রমজান (চাঁদ দেখা সাপেক্ষে) পর্যন্ত হাইস্কুল ও নিম্নমাধ্যমিক স্কুলগুলো খোলা রাখার ঘোষণা এসেছে। ২১ মার্চ বা ১০ রমজান পর্যন্ত মাদরাসাগুলোর ক্লাস চালানোর প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। তবে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাদরাসা বন্ধ থাকবে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তাদের আশা, শিগগিরই কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তাকে বলেন, স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি মাদরাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরাও নতুন শিক্ষাক্রমে পড়াশোনা শুরু করেছেন। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ সামঞ্জস্যতা জরুরি। সেজন্য হাইস্কুলের সঙ্গে মিলিয়ে মাদরাসার ছুটি ৭১ দিন করার প্রস্তাব করা হয়েছিলো। সেই ছুটির সংশোধিত তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। একই কারণে সংশ্লিষ্টদের পরামর্শে রমজানের প্রথমাংশে কিছুদিন হাইস্কুলের মতো মাদরাসায় ক্লাস চলানোর প্রস্তাব কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। আশা করছি শিগগিরই এ বিষয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আদেশ জারি করবে।
এ বিষয়ে মন্তব্য জানতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাদরাসা অধিশাখার অতিরিক্ত সচিব বেগম শাহনওয়াজ দিলরুবা খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাড়া মেলেনি।
প্রসঙ্গত, বছরের শুরুতে রমজান জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হলেও সম্প্রতি হাইস্কুল ও নিম্নমাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে।
১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। অপর দিকে রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। আর ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।