মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক - দৈনিকশিক্ষা

মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

ময়মনসিংহ জেলার নান্দাইলের চপই দাখিল মাদরাসার ইংরেজি শিক্ষক মো. আব্দুল গাফফার অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন-ভাতা উত্তোলন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মাদরাসার সুপার হারুন অর রশীদ ও ম্যানেজিং কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুর রহিমের সহায়তায় হাজিরা খাতায় অভিযুক্ত শিক্ষকের স্বাক্ষর জালিয়াাতির (একদিনে সব হাজিরার স্বাক্ষর) মাধ্যমে বেতন-ভাতা উত্তোলন করা হয়। এতে সরকারের মোট এক লাখ ১৯ হাজার ৮২০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, শিক্ষক আব্দুল গাফফার ২০২৩ খ্রিষ্টাব্দের ২৫ অক্টোবরে এ মাদরাসায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি অনুপস্থিত থাকলেও হাজিরা খাতা ও বেতন বিলের শিটে নিয়মিত স্বাক্ষর করে ব্যাংক থেকে প্রতি মাসে ১৭ হাজার ৬২০ টাকা করে বেতন উত্তোলন করেছেন। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে গিয়ে অপরাধ ঢাকতে পদত্যাগপত্র জমা দেন।

তঅভিযুক্ত শিক্ষক আব্দুল গাফফারকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

মাদরাসার সুপার হারুন অর রশিদ বলেন, শিক্ষক গাফফার একবার এসেছেন, সেটা সঠিক নয়। মাঝেমধ্যে এসে স্বাক্ষর করে গেছেন। 

তাহলে মাস শেষে বেতন উত্তোলন করলেন কীভাবে জানতে চাইলে তিনি বলেন, এটা মাদরাসার অভ্যন্তরীণ বিষয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল জানান, এ বিষয়ে অভিযোগ জানার পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। তবে একদিন পর ওই শিক্ষক সুপার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে শুনেছি। এছাড়া আমার বরাবরও একটি অভিযোগপত্র রয়েছে। সুপারকে বলেছি, কেন বিষয়টি তিনি গোপন করেছেন তার ব্যাখ্যা দেওয়ার জন্য।

যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস - dainik shiksha যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক - dainik shiksha মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি - dainik shiksha এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক - dainik shiksha ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক শিক্ষার মানোন্নয়নে সরকারের নতুন পদক্ষেপ - dainik shiksha শিক্ষার মানোন্নয়নে সরকারের নতুন পদক্ষেপ প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি - dainik shiksha প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.005544900894165