মাদরাসা ও কারিগরি শিক্ষাব্যবস্থা সংস্কারে একগুচ্ছ প্রস্তাবনা - দৈনিকশিক্ষা

মাদরাসা ও কারিগরি শিক্ষাব্যবস্থা সংস্কারে একগুচ্ছ প্রস্তাবনা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

আত্মপ্রকাশের অনুষ্ঠানে বৈষম্যমূলক মাদরাসা শিক্ষা ও কারিগরি শিক্ষাব্যবস্থা সংস্কারে একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেছে শিক্ষা অধিকার সংসদ। সংগঠনের নেতারা বলছেন, শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া হতাশার কারণে তারা শিক্ষা বোর্ড, সচিবালয় ঘেরাওসহ নানা অন্যায় কাজে জড়িয়ে পড়ছেন। তারা বিপথে যেনো ধাবিত না হয় সেই উদ্দেশেই এই সংগঠন কাজ করবে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দনের নেতৃত্বে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসরিয়াল ফেলো অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহকে সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে।

সংগঠনটির নির্বাহী সদস্যদের অন্যতম মিসবাহুর রহমান আসিম, মাহফুজুর রহমান মানিক, ওমর ফারুক, রমিজুল ইসলাম রুমি ও মিনহাজুল আরেফিন। 

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর ছাত্র-ছাত্রীরা বিভিন্ন হতাশায় ভুগছেন। তারা তাদের আক্ষেপ বঞ্চনা আমাদের কাছে তুলে ধরতে পারেন, এমনকি কোনো প্রগতিশীল প্রস্তাবনা যদি থাকে তারা যেনো আমাদের কাছে তুলে ধরেন। বর্তমানে তারা অন্যায় কাজে জড়িয়ে পড়ছেন। তারা যেনো অন্যায় হতাশায় বিপর্যস্ত হয়ে না পড়েন, শিক্ষা থেকে ঝরে না পড়েন এবং অন্যায়ভাবে শিক্ষা বোর্ড, সচিবালয় ঘেরাওয়ের দিকে না যাযন। সেজন্যই আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ। 

তারা আরো বলেন, ভবিষ্যতে শিক্ষা অধিকার সংসদ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষার অধিকার সবার, তাই শিক্ষা অধিকার সংসদে সবার কাজের সুযোগ রয়েছে। ভবিষ্যতে আমরা সব বোর্ড নিয়ে কাজ করবো। মাদরাসা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, ক্ষুদ্র নৃগোষ্ঠী, চা শ্রমিক সবাইকে নিয়ে। বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা তরুণদের হতাশার একটি বড় কারণ। তাদের কর্মবান্ধব অভিজ্ঞতা সবকিছু শিক্ষা অধিকার সংসদের মাধ্যমে প্রস্তাবিত হবে। বর্তমান সময়ের কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হচ্ছে, যদি এই সংস্হা কাজ না করে, তাহলে এর উলটো হতে পারে। এ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়কে পলিটেকনিকে আকারে রূপান্তর করা যেতে পারে।

শিক্ষাব্যবস্থার সংস্কারে খসড়া প্রস্তাবে সংগঠনটি নেতারা বলেন, বিগত ১৫ বছরের দুর্নীতি জর্জরিত ও স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থায় বাংলাদেশের যে কয়টি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম হলো শিক্ষা। বিভিন্ন ধরনের পরীক্ষামূলক প্রকল্পের বারবায়নে শিক্ষার্থীরা হয়েছেন গিনিপিগ আর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও রাজনীতিবিদরা পকেটে পুড়েছেন কোটি কোটি। বর্তমানে বাংলাদেশের পুরো শিক্ষাব্যবস্থা ধসে পড়েছে বললেও অত্যুক্তি হবে না। এর সঙ্গে কোভিড-১৮৯ এর সময় শিক্ষা প্রশাসনের অব্যবস্থাপনায় যে শিখন গ্যাপ বা শূন্যতা তৈরি হয়েছে তাতে শিক্ষায় বাংলাদেশ একটি পলিক্রাইসিসের সম্মুখীন। এ অবস্থায় শিক্ষা অধিকার সংসদ বিপ্লবোত্তর বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় মৌলিক সংস্কার এনে শিক্ষাব্যবস্থ্যকে বৈষম্যহীন মানসম্মত ও যুগোপযোগী করে পড়ে তোলার লক্ষে কাজ করছে। শিক্ষাব্যবস্থা থেকে লেজুড়বৃত্তিক রাজনৈতিক ভূত তাড়াতে হবে এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণসহ সংস্কার এজেন্ডাকে গণতান্ত্রিক করতে হবে। 

সংগঠনটি সাধারণ প্রস্তাবের মধ্যে অন্যতম হলো-

১. স্থায়ী শিক্ষা কমিশন গঠন: শিক্ষাব্যবস্থা সংস্কারের জন্য সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষা প্রশাসকদের নেতৃত্বে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করতে হবে। 

২. শিক্ষাক্রম ও মূল্যায়ন আধুনিকায়ন: সব স্তরের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। নবগঠিত শিক্ষা কমিশন জাতীয় শিক্ষানীতি ২০১০ ও জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ পুনর্মূল্যায়ন করবে এবং বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের পেক্ষাপট ও চতুর্থ শিল্প বিপ্লবকে বিবেচনায় নিয়ে নতুন শিক্ষানীতি ও তার আলোকে শিক্ষাক্রম প্রণয়ন করবে। শিক্ষা দক্ষতাভিত্তিক হতে হবে। মাধ্যমিক ও কারিগরি শিক্ষার সমমান নিশ্চিত করতে হবে যেনো মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সহজেই কারিগরি শিক্ষায় অন্তর্ভুক্ত হতে পারেন। মাধ্যমিক পর্যায়ের সমাপনী পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি সংস্কার করে একটি আধুনিক ও যগোপযুগী মূল্যায়ন পদ্ধতি তৈরি করতে হবে। যার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা, সমস্যা সমাধানের যোগ্যতা, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, মানসিক দক্ষতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলীর যথাযথ মূল্যায়ন করা যায়।

৩. শিক্ষা মান যাচাই ব্যবস্থার আন্তর্জাতিকীকরণ: দেশের শিক্ষা প্রশাসনের কাজের মান যাচাই ও মূল্যায়নে একটি স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে অনুসরণীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর সংগঠন ওইসিডির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ফর ডেভেলপমেন্ট (PISA) প্রোগ্রাম গ্রহণ করতে পারে বাংলাদেশ। যার সূচনা হতে পারে এর পাইলট সংস্করণ তথা PISA-D।

৪. এডুকেশন পারফরম্যান্স ডেলিভারি ইউনিট প্রতিষ্ঠা: এই উচ্চ ক্ষমতাসম্পন্ন শিক্ষা ও কর্মক্ষমতা ডেলিভারি ইউনিট শিক্ষা ব্যবস্থাপনা এবং এ সংক্রান্ত পরিকল্পনার জন্য ডেটাচালিত এবং প্রমাণভিত্তিক পদ্ধতি নিশ্চিত করবে।

৫. পাঠদানের ব্যাঘাত প্রতিরোধে শিক্ষা রক্ষাকবচ চালু: সর্বস্তরে শিক্ষাব্যবস্থাকে শেখার ব্যাঘাত মোকাবিলায় স্থিতিস্থাপক করুন। অপরিকল্পিতভাবে তৈরি হওয়া স্কুল বন্ধ হওয়ার পরও যাতে শিক্ষার্থীদের শেখার ক্ষতি পুষিয়ে নেয়া যায়। তাছাড়া দুর্যোগ বা যেকোনো কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটলে যাতে দ্রুত ক্ষতি পুষিয়ে নেয়া যায়, শিক্ষাব্যবস্থায় সে নির্দেশিকা থাকা প্রয়োজন। একইভাবে অপরিকল্পিতভাবে তৈরি হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও শিক্ষার্থীদের শিখন পুষিয়ে নেয়ার নির্দিষ্ট লার্নিং রিকভারি কার্মসূচি থাকা চাই।

৬. নিরাপদও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গনের নিশ্চয়তা: সর্বস্তরে শিক্ষাপ্রতিষ্ঠানকে সকল প্রকার নিপীড়নমুক্ত করে সবার জন্য নিরাপদ করতে হবে। এ ক্ষেত্রে ২০০৯ খ্রিষ্টাব্দের নেয়া শিক্ষাপ্রতিষ্ঠানে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশিকাটি মাথায় রেখে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি প্রতিরোধ ও সুরক্ষায় একটি নীতিমালা আইন প্রণয়ন করতে হবে।

৭. শিক্ষা বাজেটে বরাদ্দ বৃদ্ধি: জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সর্বোচ্চ সরকারি বিনিয়োগ নিশ্চিতা করতে হবে। কারণ এটি সব ধরনের শিক্ষার ভিত্তি এবং সব থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী এখানে অন্তর্ভুক্ত থাকে। শিক্ষক-প্রশিক্ষণ, দক্ষ শিক্ষক নিয়োগ, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা উপকরণ সরবরাহ, সব ধরনের শিক্ষার্থীর অন্তর্ভুক্তি ও প্রবেশগম্যতা নিশ্চিত করতে সরকারি বরাদ্দ বৃদ্ধি করতে হবে। 

৮. শিক্ষায় সামাজিক সুরক্ষা: মাধ্যমিক শিক্ষায় ঝরে পড়ারোধে নারী-পুরুষ নির্বিশেষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির আওতায় নিয়ে আসতে হবে। বর্তমানে শিক্ষা উপবৃত্তি বিতরণে ব্যাপক অনিয়ম, অদক্ষতা ও বৈষম্যের নজির রয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন মনিটরিং কমিটি গঠন করে বিদ্যমান অব্যবস্থাপনা দূর করতে হবে।

পথশিশুদের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও বেসরকারি বিদ্যালয়গুলোয় কোটা পদ্ধতি প্রয়োগ বা উপবৃত্তি বা আর্থিক সহায়তা দেয়ার মাধ্যমে পথশিশুদের অন্তর্ভুক্তি ও তাদের শিক্ষা নিশ্চিত করতে হবে।

৯. শিক্ষক ও শিক্ষা প্রশাসনকে বিরাজনীতিকরণ: সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে নীতিনির্ধারণী ক্ষেত্রগুলোকে (যেমন- উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সিনেট, সিন্ডিকেট, ট্রাস্ট্রি বোর্ড বিদ্যালয়গুলোর ক্ষেত্রে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি) রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।  

১০. শিক্ষকদের পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি: শিক্ষাক্রমের অপরিকল্লিত পরিবর্তনের কারণে শিক্ষা কার্যক্রমে যে ব্যাঘাত ঘটেছে তা নিরসনের লক্ষে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, উপকরণ সরবরাহ ও শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। শ্রেণি কার্যক্রমে উপকরণের ব্যবহার ও শিক্ষকদের প্রশিক্ষণলব্ধ দক্ষতার প্রয়োগ নিশ্চিত করতে একটি বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন মনিটরিং কমিটি গঠন করা যেতে পারে।

১১. বিশ্ববিদ্যালয়ের অনিয়ন্ত্রিত প্রসার সংকোচন ও মানের পুনর্মূল্যায়ন: বিপুল সংখ্যক নতুন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি পাওয়া এবং উচ্চশিক্ষার ব্যাপক চাহিদার কথা বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষা সংস্কারে একটি পৃথক কমিশন গঠন করতে হবে। এর মধ্যে অন্যতম হলো- মানসম্মত উচ্চশিক্ষা ও মানসম্মত গবেষণা নিশ্চিত করতে ইউজিসির ক্ষমতায়ন নেতৃত্বের অরাজনৈতিকীকরণ এবং আন্তর্জাতিকীকরণ করতে হবে। আর বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউলিস এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) সক্রিয় করতে হবে এবং বাংলাদেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক্রম আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।

১২. উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মৌলিক সংস্কার সাধন: শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ উন্মুক্ত প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিকীকরণ করতে হবে। সেই লক্ষে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষা প্রশাসক ও শিক্ষা গবেষকদের নিয়ে একটি কমিটি পঠন করতে হবে।

১৩. শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, ক্ষমতায়ন ও কার্যকর ছাত্র সংসদ: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির পরিবর্তে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র-রাজনীতির প্রচলন করতে হবে। নিয়মিতভাবে ও স্বচ্ছতার সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য বাধ্যতামূলক করতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আবাসন সংকট নিরসন, খাদ্যমান বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নয়ন ও নতুন প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে শিক্ষার্থী-শিক্ষক যৌথ একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে।

১৪. উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা: বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পেশাগত উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা অন্যান্য দেশের তুলনায় নগণ্য। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন-ভাতা যৌক্তিক হারে বৃদ্ধি করতে হবে।

এছাড়া বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষা ব্যবস্থা তথা মাদরাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা-সংক্রান্ত প্রস্তাবনা আমরা পৃথক সভার সাধ্যমে তুলে ধরা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 

এমপিওভুক্তির নতুন আদেশ জারি - dainik shiksha এমপিওভুক্তির নতুন আদেশ জারি জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর শিক্ষা প্রশাসনে বড় বদলি - dainik shiksha শিক্ষা প্রশাসনে বড় বদলি কুবির বঙ্গবন্ধু হল ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন - dainik shiksha কুবির বঙ্গবন্ধু হল ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি - dainik shiksha ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনে শহীদদের স্মরণসভা - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনে শহীদদের স্মরণসভা সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক - dainik shiksha এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0038940906524658