মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জুন মাসের এমপিও বা বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড়ে দেরি হবে। নতুন অর্থবছরের বাজেট থেকে শিক্ষক-কর্মচারীদের এই চেক ছাড় হবে। তবে ১০ জুলাইয়ের মধ্যে ছাড় প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশাবাদী মাদরাসা শিক্ষা অধিদপ্তর কর্মকর্তারা।
অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসার দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রতি বছরই জুন মাসের চেক ছাড়ে কিছুটা দেরি হয়। নতুন অর্থবছরের বাজেট অনুমোদন হয়ে এলে সংশ্লিষ্ট খাতের বরাদ্দ থেকে শিক্ষক-কর্মচারীদের এমপিও দেয়া হয়।
অধিদপ্তর সূত্র বলছে, জুন মাসের এমপিও প্রক্রিয়া করা হচ্ছে। এরপর মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। তারপর জিও জারি হলে চেক ছাড় হবে।
সাধারণত প্রতিমাসের ৫ তারিখের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর চেক ব্যাংকগুলোতে পাঠায় অধিদপ্তরগুলো। গত সোমবার বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও চেক ছাড় হয়েছে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থান করছেন। তবে, সিনিয়র সচিবের দেশের বাইরে অবস্থানের কারণে জিও জারি বা চেক ছাড় হতে দেরি হবে না বলে মনে করছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
সাধারণ স্কুল ও কলেজ শিক্ষকদের এমপিওর চেক ৩ জুলাই ছাড় হয়েছে।