এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ১৪৩০ বঙ্গাব্দের ২০ শতাংশ বৈশাখী ভাতার চেক ছাড় করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার মাদরাসা শিক্ষকদের বৈশাখী ভাতা চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়। শিক্ষক-কর্মচারীর আগামী ১৮ এপ্রিল পর্যন্ত বৈশাখী ভাতার টাকা তুলতে পারবেন। এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
আদেশের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৯৯ তারিখ : ১৩.৪.২০২৩
জানা গেছে, ২০১৯ খ্রিষ্টাব্দ থেকে বৈশাখী ভাতা পাওয়া শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ নভেম্বর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সে বছর থেকেই শিক্ষকরা ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাচ্ছেন। এমপিওভুক্ত প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে এ বছরও মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পেয়ে থাকেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।