দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরের পাঘা বছির উদ্দিন ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. জালাল উদ্দীন ও সভাপতি মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে ল্যাব সহকারী পদে অবৈধভাবে লেনদেনের মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার ওই মাদরাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মিরাজুল ইসলাম ও চাকরি প্রার্থী আবু সাইদ নেফাউর পৃথকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদরাসার সুপারিনটেনডেন্ট গত ৮ নভেম্বর একটি দৈনিক পত্রিকায় গবেষণাগার/ল্যাব সহকারী পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেন। সে মোতাবেক ওই পদে নিয়োগের জন্য বিভিন্ন এলাকা থেকে ১২ জন প্রার্থী আবেদন করেন।
এ বিষয়ে জানতে মাদরাসার সুপার মো. জালাল উদ্দীন ও সভাপতি মো. সিরাজুল ইসলামের মোবাইলে বারবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। তাই তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন বলেন, নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠায় এর আগেও একবার সেখানকার নিয়োগ বোর্ড বাতিল করা হয়েছে। কারো আত্মীয়-স্বজন দেখে নয়, যোগ্য প্রার্থীকেই নিয়োগ দেয়া হবে।