মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি জানিয়েছেন ঝালকাঠির শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ঝালকাঠি জেলা শাখার নেতারা।
সংগঠনের সভাপতি তোফাজ্জেল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সুনিল বরণ হালদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষকরা বলেন, সারাদেশে ৯৭ ভাগ বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও বেসরকারি শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা একই, কিন্তু বেতন ভাতার ক্ষেত্রে মারাত্মক বৈষম্যের স্বীকার হতে হচ্ছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের। বৈষম্য নিরসন করে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি জানান তারা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।