মহিউদ্দিন জুয়েল, সুপ্রিম কোর্টের আইনজীবী, সমিতিরও সদস্য। এ পরিচয়ে খুলেছেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। এই সংস্থা থেকে জাতিসংঘের বিভিন্ন সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র জোগাড় করেন তিনি। তা দিয়ে ইউরোপ-আমেরিকার ভিসা সংগ্রহ করে মানবপাচার করেন।
গত ২১ মে রাজধানীর গুলশান থানায় মামলা করেছে মার্কিন দূতাবাস। অভিযোগ, ভুয়া কাগজপত্র দিয়ে ভিসার আবেদন। তদন্তে নেমে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনকে খুঁজে পায় পুলিশ। এরপরই গ্রেফতার হন সংস্থার চেয়ারম্যান মহিউদ্দিন জুয়েলসহ ৫ জন।
গ্রেফতারকৃত আসামিরা হলো- মহিউদ্দিন জুয়েল (৪২), মো. উজ্জল ওরফে মুরাদ (২৬), মো. এনামুল হাসান (৪৬), শাহাদাত (৩০), হাদিদুল মুবিন (৩৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) হারুন অর রশীদ বলেন, মহিউদ্দিন জুয়েল সুপ্রিমকোর্টের আইনজীবী। ২০১৯ খ্রিষ্টাব্দে আরও কয়েকজনকে সাথে নিয়ে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন খোলেন। কেউ সমস্যা নিয়ে আসলে তাদের ইউরোপ-আমেরিকা পাঠানোর প্রস্তাব দেয় ফাউন্ডেশনটি। রাজি হলে ১৫-২০ লাখ টাকার চুক্তিতে ফাউন্ডেশনের সদস্য বানায়। এরপর বিদেশে বিভিন্ন সম্মেলনের আমন্ত্রণপত্র এনে ভিসা পাইয়ে দেন জুয়েল।