বিখ্যাত বাঙালি সংগীত শিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী আজ। তিনি বহু বাংলা আধুনিক গান এবং নজরুলগীতি গেয়েছেন। মানবেন্দ্র পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকে বাংলা গান চমৎকারিত্বের উচ্চতম পর্যায়ে পৌঁছে দিয়েছেন। সেই সময়কে আধুনিক গানের স্বর্ণযুগ বলা হয়। মানবেন্দ্র বাংলা গানের মর্যাদাকে ভারতীয় ধ্রুপদী সংগীতের উচ্চতায় তুলে দেন। স্বতন্ত্র কণ্ঠের কারণে শ্রোতাদের কাছে তিনি জনপ্রিয়।
মানবেন্দ্র মুখোপাধ্যায় ১৯২৯ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট ভারতের কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তার আদি বাড়ি বরিশালের উজিরপুর থানায়। তার পিতা অতুলচন্দ্র। তিনি ছিলেন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। মানবেন্দ্ররা ছিলেন দশ ভাই। মানবেন্দ্র সিটি কলেজ থেকে বিএসসি পাস করেন। পঞ্চাশের দশকে বাংলা চলচ্চিত্রের সংগীত জগতে যে আধুনিকতার ঢেউ এসেছিলো তার অন্যতম কারিগর মানবেন্দ্র মুখোপাধ্যায়।
পিতৃব্য সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এইচএমভি থেকে তার প্রথম রেকর্ড বের হয়। তার প্রথম প্লে-ব্যাক ‘নবজন্ম’ ছবিতে। ‘চাঁপাডাঙার বৌ’ ছবিতে তিনি প্রথম সুর দেন। মানবেন্দ্র মুখোপাধ্যায় তৃতীয় দফায় নজরুল সঙ্গীতের স্বর্ণ যুগের শিল্পী। ১৯৯২ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে প্রবাদপ্রতিম গায়ক মানবেন্দ্র মুখোপধ্যয় ম্যাসিভ হার্ট অ্যাটাকে কলকাতায় মৃত্যুবরণ করেন।