দৈনিক শিক্ষাডটকম, মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় ২০২২ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ এবং চকউলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ইসলামিক স্টাডিজ ও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেদারুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। আমাদের কেন্দ্রে নকলের ব্যাপারে কোন ছাড় নেই। অত্র কেন্দ্রের সর্বমোট পরীক্ষার্থী ৩৬৯ জন। প্রথম দিনের পরীক্ষায় উত্তরা ডিগ্রি কলেজ, চকউলী ডিগ্রি কলেজ, বলিহার ডিগ্রি কলেজ, দাসপাড়া ডিগ্রি কলেজ এবং পানিয়াল আদর্শ মহাবিদ্যালয়ের ৪৯ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।