শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে অবস্থান নিয়েছেন সাদা দলের শিক্ষকরা।
বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে শিক্ষকরা মিছিল নিয়ে আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা কার্জন হলের সামনে অবস্থান নেন।
এরপর দুপুর সোয়া ১টার দিকে শিক্ষকদের সঙ্গে যোগ দেয় ঢাবি, বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এর আগে, মঙ্গলবার সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিককের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন তারা।