জীবনের প্রথম স্পর্শ মা। তাই মাকে নিয়ে আবেগ আর ভালোবাসা একটু বেশি। মায়ের প্রতি সম্মানে আরো উদ্বুদ্ধ করতে মায়ের পা ধুয়ে সম্মান জানাল স্কুলশিক্ষার্থীরা।
গতকাল রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা তাদের মায়েদের পা ধুয়ে সম্মান জানায়।
মায়ের পায়ে ধুয়ে সম্মান জানাতে পেরে যেমনিভাবে শিক্ষার্থীরা খুশি হয়েছে। অপর দিকে সন্তানের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন মায়েরা। আর মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা বোধ বাড়াতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
সন্তানের হাতে এমন ভালোবাসা পেয়ে একজন মা বলেন, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। সন্তানের হাতে এমন ভালোবাসা পাবো ভাবিনি। নিজেকে গর্বিত মা মনে হচ্ছে। আমি আজ অনেক বেশি খুশি ও আনন্দিত। দোয়া রইল সব সন্তানের জন্য।
স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম বলেন, প্রতি বছরে আমরা মায়েদের নিয়ে মা মেলার আয়োজন করে থাকি। এবারো মায়েদের সম্মানার্থে আমরা সন্তানদের দিয়ে পা ধুয়ে একটি অনুষ্ঠান করেছি। মূলত মা-বাবার প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়াতে এমন আয়োজন করেছি।