বৈষম্যহীন সমাজ গঠনে স্কাউটিং-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে।
(১২ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের সুবিদখালী সরকারি হাইস্কুলে মাঠে এ কাব ক্যাম্পুরী উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
বাংলাদেশ স্কাউটস মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পটুয়াখালী জেলা স্কাউটের সহকারী পরিচালক মো. ইকবাল হাসান, বাংলাদেশ স্কাউটের সাবেক কমিশনার মো. সুলতান আহমদ, জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা আমীর মাওলানা মো. সিরাজুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল বিভাগীয় সাবেক আঞ্চলিক উপ-কমিশনার প্রশিক্ষক মো. মনিরুজ্জামান, উপজেলা কাব ক্যাম্পুরীর সমন্বয়ক মো. সেলিম মাহম্মুদ, অধ্যাপক মো. আ. মন্নান লোটাস, সুবিদখালী সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। বাংলাদেশ স্কাউটস্ উপজেলা শাখার সমন্বয়ক মো. সেলিম মাহমুদ বলেন, তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরীতে মোট ৩৬টি কাবস্কাউটস্ দল অংশ নিচ্ছে।
যার মহা তাবু জলসা ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণকারীদের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে মেধা ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে কাব ক্যাম্পুরি আয়োজন করা হয়েছে।