আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় এ দিনটি প্রতিবছরের মতো এবারো উদযাপন করা হবে। দিবসটি উদযাপনে এদিন সব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া-প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে। ১৭ এপ্রিল (সোমবার) শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ে ‘ঐতিহাসিব মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঐতিহাসিব মুজিবনগর দিবস উদযাপনে জাতীয় কর্মসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি ঐতিহাসিব মুজিবনগর দিবস উদযাপনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ১২ মার্চ মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভার কার্যবিবরণী দৈনিক শিক্ষাডটকমের হাতে এসেছে।
সভায় সিদ্ধান্ত হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা, মোনাজাত বা প্রার্থনার আয়োজন করা হবে। ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ে এ আয়োজন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাড়, গণযোগাযোগ অধিদপ্তর, শিল্পকলা একাডেমি, সব জেলা প্রশাসক, ইউএনও এবং মুক্তিযুদ্ধ জাদুঘর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।
১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ এর এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। প্রিয় স্বদেশ ভূমি থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ও নির্দেশিত পথে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের লক্ষ্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়। এ দিনটি মুজিবনগর দিবস হিসেবে উদযাপন করা হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।