দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তিতে জেলা কোটা বাতিল করা হয়েছে। আগে মোট আসনের ২০ শতাংশ জেলা কোটা থেকে শিক্ষার্থী ভর্তি করানো হত। রোববার (২৪ ডিসেম্বর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মেডিক্যালের মোট আসনের ২০ শতাংশ আসন বরাদ্দ থাকে জেলা কোটায় আবেদন করা শিক্ষার্থীদের জন্য। এই কোটা সবার জন্যই প্রযোজ্য। ২০২২-২৩ শিক্ষাবর্ষে জেলা কোটায় প্রায় ৭৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছিলেন। গড়ে প্রতিটি জেলা থেকে প্রায় ১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই সুযোগ পাবেন না শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী বলেন, ‘মেডিক্যাল ভর্তিতে কোটার প্রচলন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য এবার ভর্তির ক্ষেত্রে ২০ শতাংশ জেলা কোটা বাতিল করা হয়েছে।’
এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ও ডেন্টাল কলেজে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ১০ নম্বর কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবার সরকারি মেডিকেল ও ডেন্টালে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, যে সব শিক্ষার্থী কোনো একটি সরকারি মেডিক্যাল কলেজে কিংবা সরকারি ডেন্টাল কলেজ অথবা মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি রয়েছেন তারা যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাহলে তাদের ক্ষেত্রে ১০ নম্বর কাটা হবে। তবে বেসরকারি মেডিকেল কলেজ কিংবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, সরকারি মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি থাকা শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাইলে তাদের ১০ নম্বর কাটা হবে। এছাড়া অন্যদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।
দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ১০ নম্বর কাটার কারণ জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, সরকারি মেডিক্যাল কিংবা ডেন্টালে ভর্তি থাকা শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ায় একটি আসন ফাঁকা হয়ে যায়। এতে সরকারের অর্থ অপচয় হয়। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় নিরুৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে দেশের সরকারি মেডিক্যাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা হবে ৮ মার্চ। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।