দৈনিক শিক্ষাডটকম, রাঙ্গাবালী (পটুয়াখালী) : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি,স্কু ল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের চর কানকুনি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত স্বপ্নের ঠিকানা স্কুলের ১৪৫ জন শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবির মৃধা, সভাপতি চরকানকুনি ব্রিজ স্কুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গাবালী উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) প্রধান কর্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেদুল রেজা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পরে অসহায় ও মেধাবী ১৪৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ খাতা, কলম, পেন্সিল, রাবার, কলম বক্স, স্কেল তুলে দেয়া হয়।